মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

ইংলিশ বড় বাক্য বা অণুচ্ছেদ লেখার জন্য প্রয়োজনীয় কিছু কানেক্টিং ওয়ার্ড (বাক্যে প্রয়োগের নিয়ম ও উদাহরন সহ দেওয়া আছে )... + এই সম্পর্কিত বাংলা বই

ইংলিশ বড় বাক্য বা অণুচ্ছেদ লেখার জন্য প্রয়োজনীয় কিছু কানেক্টিং ওয়ার্ড (বাক্যে প্রয়োগের নিয়ম ও উদাহরন সহ দেওয়া আছে )... + এই সম্পর্কিত বাংলা বই
🎯 -But (কিন্তু):-- ইহা দুইটি বিরোধমূলক বাক্যের মাঝখানে বসবে।
যেমনঃ---He was intelligent but he was not selected.
He has much money but leads a simple life.
🎯-And(এবং):-ইহা দুইটি বাক্যের মধ্যখানে বসে এবং দুই বাক্য দ্বারা সমান কিছু বুঝায়।
যেমনঃ- He can read and write well.
Rahim took the pen and wrote a letter.
🎯- As well as : দুটি সমজাতীয় Structure কে যুক্ত করতে as well as ব্যবহৃত। as will as এর পূর্বে যে parts of speech ব্যবহৃত হবে As will as এর পরেও সেই parts of speech ব্যবহৃত হবে।
যেমনঃ Mr. Rashed is a noted chemist as well as an effective teacher .
🎯-Or/Otherwise (অন্যথায়/নাইতে) :-ইহা দুইটি বাক্যের মধ্যখানে বসে এবং Or/Otherwise এর Subject বসবে এবং তারপর Verb বসবে।
যেমনঃ- Do the work at once or you will be punished.
Read attentively or you will find.
🎯-Yet (তা সত্বেও /তথাপিও):- ইহা দুইটি বাক্যের মধ্যখানে বসে তবে সেটি সত্বেও নির্দেশ করে।
যেমনঃ He is poor. Yet he is happy.
🎯-While (অথচ /অন্যদিকে) :- ইহা দুইটি বিপরিতধর্মী বাক্যের মধ্যখানে বসে ।
যেমনঃ- He passed the examination while his sister could not.
I like it while he does not like.
🎯-Whereas (অথচ /অন্যদিকে) :- ইহা দুইটি বিপরিতধর্মী বাক্যের মধ্যখানে বসে বৈপরিত্ব কিছু নির্দেশ করে ।
যেমনঃ-He is rich whereas his brother is poor.
He plays cricket whereas I play football.
🎯-Therefore : যুক্তি নির্ভর ফলাফল বর্ণনা করতে therefore ব্যবহৃত হয়।
যেমনঃ- 2a is equal to 10 and therefore a is equal to 5
🎯-That (যে বা যাহা):- এটির অর্থ যে বা যাহা এটি দুটি বাক্যের মধ্যখানে বসবে এবং যে বা যাহা অর্থ প্রদান করবে।
He says that he is honest.
Father told me that he won’t come.
I know that the earth is round.
🎯-For (কারনে বা কারণ):- For এর বাংলা অর্থ কারনে বা কারণ যখন এটি দুইটি বাক্যের মধ্যখানে বসবে তখন এর অর্থ হবে কারন আর যখন এটি কোন Phrase এর আগে বসবে তখন এটির অর্থ হবে কারনে তবে দুটি বাক্যের মধ্যে যে বাক্যটি দ্বারা কারন বুঝাচ্ছে সেটির আগে বসবে।
He could not come for he was ill.
He does not know it for he is not present.
------------------------
এই রকম আরও ৫০+ শব্দের জন্য কষ্ট করে নিচের ই-বুক টি ডাউনলোড করে নিতে পারেন ...যদি প্রয়োজন মনে করেন
---------------------------------------(কম্পিউটার, ট্যাব ও স্মার্ট ফোন ভার্সন)
তাছাড়া এই ই-বুকে বুকমার্ক মেনু 🔖 ও হাইপার লিংক মেনু 📝👆 যুক্ত করা হয়েছে ফলে খুব সহজে যে কোন অধ্যায়ে এ ক্লিক করেই যেতে পারবেন স্ক্রল করা লাগবে না...এই বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে আসুন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।
অনলাইনে পড়তে 🕮 বা লাইভ প্রিভিউ 👀 দেখতেঃ

Click here
🗊 সাইজঃ- ২ এমবি
📝 পৃষ্ঠা সংখ্যাঃ ৯
📥 ডাউনলোড 👆 লিংকঃ click here

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন